এই শ্রাবণে একা একা মনে ,
ভালো লাগেনা তোমার জন্যে ।
শ্রাবনকে বালোবাসে বৃষ্টি যেমন ,
বৃষ্টিকে ভালোবাসে আমার দুটি নয়ন ।
বড়ো ব্যেথা নিয়ে বুকে আছি কত কাল ,
তুমি আসবে বলে শুরু হয়নি আজো সকাল ।
(২২শে শ্রাবণ) তুমি যে চলে গিয়ে ছিলে না বলে ,
কোন পথে গিয়েছিলে খুঁজে দেখি শুধু চোখ মেলে ।


এই শ্রাবণে যদি আসতে নেমে ,
বর্ষা হয়ে শরীরে যেতাম আমি ঘেমে ।
তোমাকে পাবার আশায় কত লিখেছি খাতায় ,
একটিও লেখা হয়নি যে তোমার মতো কল্পনায় ।
তুমি আছো আসে পাশে মনে হয় ছায়ার মতো করে ,
কিছু লেখার সময় মুখ খানি ভেসে আসে লেখার ভিড়ে ।


                =======