কথা বলে কবিতা
- - সুখেন্দু মাইতি


কতো কবি কতো কথা
কথা বলে কবিতা ,
ছন্দ তালে পরি-পাটি
মনগোড়া সাঁটা-সাটি ,
লতা পাতা জড়া জোড়ি
ধু্ঁয়া ছাড়ে টানে বিড়ি ,
কালো মেঘ দুল দুল
ভেসে চলে হাওয়া ফুল ,
নদ নদী আঁকা ব্যাঁকা
কাঁচা ফল গাছে পাকা ,
তিল থেকে তাল হয়
সর্ষাতে ভূত কথা কয় ,
চিনি মিস্টি নুনও মিস্টি
একই সব দেখার দৃষ্টি ,


   (___=___)