লোকে বলে রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা,
তারে নাকি ধরতে গেলে ধরা যায় না ,
আমি যে তারে ধরে ফেলেছি কেউ জানে না ।
সে যে আমার কাছেই আছে
মনেই আছে বুকের মাঝে খাঁটি সোনা ;
আমার বাংলার সাথে মিশে গেছে তফাত দেখি না ।