মন চায় চক্ষু না যায়
তনু ভরী যৌবন সখী কোথা পায় ?
ও সখি বল না দেখি
কোথা পেলি এতো মধু ?
মন চঞ্চল প্রাণ উথল
এ কি তোর যৌবন করে যাদু !


মন চায় রূপ সাগরে
ঢেউ কেটে যাই সাঁতারে ।
সাত সামুনদর যৌবন তোর
ঘুর পাক খাই এমনই জোর ।


ওলো সখী বলব কি
কোন বাগানে ছিলি তুই
ফোটালি কোন কুসুম ?
বাগান জুড়ে গুন গুন
সুবাষে ভূবন রাঙা
ভ্রমরও খেতে আসে চুম !


    !'!'!'!'!'!'!'!'!'!'!'!'!