বাঁকা গাঁয়ের পথটি বেয়ে গেছে ছোটো একটি নদী,
নদীতে হাঁটু ভরা জল বর্ষা কালেও স্রোতহীন যদি .
যদিও তার দুই ধার উঁচু কাশ ফুলে ফুলে যায় ভরে ,
ভোরের বেলা সূর্য উঠে ঐ বাঁকা নদীরই এক ধারে ,
ধারে নদীর পাড়ে উঁচু উঁচু গাছ আকাশ ছুঁয়ে আছে ,
আছে তাল গাছের সারি দূরে ঐ সূর্য ডুবার কাছে .
কাছে আছে বড়ো পুকুর কালো তার জলের রং ,
রং দেখে পানকৌটি ও মাছরাঙা করে যতো ঢং .