ও বাড়ির ছাদে
নীল শাড়ি মেলাছিল রোদে।  
পড়ন্ত রোদের বেলা
কোমল বৌদি একলা।
গুন গুন সুরে করে
গাই ছিল প্রাণ ভোরে।
শান্ত বাতাস দিলো
খোলা চুল ছড়িয়ে গেল।
বৌদির চঞ্চল মন
খুঁজছিল কাকে তখন।
গোধুলির আকাশ
প্রেমের স্পর্শ বাতাস।
নীল শাড়ি ওড়ে গেলো
হাতে কার ধরা দিল!


    '''''''''''''''''''''''  
      !!!!!!!!!!!!!!!