শব্দের হাতি ঘোড়া
ছন্দের ধামা কুলো,
তাল আর রূপ কথা
ঝিঁঙ্গা পটল মুলো ।


কবিতার দাম দর
সস্তায় বেচা কেনা,  
দামি কম নানা রং
আলু কচুর তুলনা ।  


বাজারে হাজার
ছড়া ছড়ি কবিতা,
কাটা ছাঁটা লেখা
খালি ক'টা পাতা ।


কবির যত লেখা
আনে সব হাটে,
বেচে কিনে ভালো
কবির পেছনে ছুটে ।


বেচে হেঁকে ডেকে
বেচে বিজ্ঞাপনে ,
কবিতা সারা হাট
বেচে আর কিনে ?