ঘর থেকে বহু দূর আছি আমি যেখানে ,
দু'চার জন ছাড়া আমাকে কাইবা জানে ।
থাকি একা কেউ আপন জন বলতে নেই ,
অচেনা হয়ে গেছি ঘর থেকে বেরিছি যেই ।
চেনা মুখ গুলো আর চেনা চেনা লাগেনা ,
কাউকে কাউকে ভুলে গেছি মনে পড়েনা ।
যাকে না দেখে থাকা যেতো না একটু ঘরে ,
সেই চেনা মুখটি না দেখেই আছি কত দূরে ।
কে জানে আমাকে আর কে রেখেছে মনে ,
প্রিয় জন ছিল যারা আমার বাল্য জীবনে ।