দুটি মনে আছে ছন্দ
নাচে তালে
তা তা থই থই।
রাগে রাগে-অনুরাগে
প্রিয়া বলে
দূরে দূরে সরে সরে
কেনো থাকো.....
বাজে বাঁশী
রং সাজে ডালে ডালে।
এসো এসো ঘরে আমার
থাকো পাশে।
শুনে হিয়া উড়ো টিয়া
বলে গোপন কথাটি।
সে যে কেনো---
কনো কথা বলে না বলে না,
কিসে মন্দ কিসে আনন্দ
জানে কি জানে কি?
সুরে সাত পাক ঘুরে ঘুরে
বনমালা গেঁথেছি গেঁথেছি।
কবে কবে হবে সেই আবার
শুভদৃষ্টি শুভদৃষ্টি।