মা সরস্বতী বন্দনা করি তোমার চরণ।
বিদ্যা বুদ্ধিতে ভরে দাও জগৎ ভুবন।।
ছাত্র সমাজ উন্নত হোক এই প্রার্থনা।
দেশের কল্যাণ হোক ঘুচুক দুর্ভাবনা।।
ছাত্ররা দেশের ভবিষ্যৎ ছাত্র দল-বল।
সবার ভালো হোক শিক্ষার ফলা-ফল।।
মা গো তোমার প্রতিটি ছেলে ঘরে ঘরে।
শিক্ষার দীপ জ্বালে জ্ঞান আলো করে।।
এই ছাত্ররা কালকে হবে বিশাল কিছু।
বড় স্বার্থের আশায় চাকরীর পিছু পিছু।।
দেশের কথা ক'জন ভাবে এই জীবনে।
উন্নতি মোটা ইনকামে একটাই জানে।।
ভুলে গেছে ছাত্ররা সমাজ বলে কাকে।
সমাজে থেকে চিনেছে রাজনীতিটাকে।।
কলেজ থেকে শুরু করে দেশে দেশে।
রাজনীতির বোমা বাজী বাজছে শেষে।।
একি শিক্ষা দিলে বিবেক জন্মালো না।
তাহলে বিবেকানন্দ আর জন্মাবে না।।