কলম, তুমি উঠে দাঁড়াও
লিখতে হবে চার পাতা,
ওরা জানে না তোমার খমতা।
যুগে যুগে যে সৃষ্টি করে গেছো ইতিহাস
এখনো অক্ষত অক্ষরে সেই লেখা স্পষ্ট,
কত শত লেখকের কাহিনী
রক্ত জল করা গরীবের কষ্ট।
কলম,তোমার দিকে আঙ্গুল তোলেছে পর্যন্ত
কত হুমকি শুনেছ অবিচারকারীদের;
কোনকিছুর তোয়াক্কা না করেই
লেখনীতে দেখিয়ে দাও ইতিহাস ওদের।
আজও ইতিহাস স্পর্ধায় মাথা তোলে,
স্লোগান ধরে মিছিলের সাথে দলে দলে।