কিলবিল লেখাতে ভরে গেছে পাতাতে।
কি যে লেখা মাথা মাথা মুণ্ডু নেই
গাদাগাদা বানান ভুল মানে তার ছাই।
তবু ও যে নেপা কবিতার ক্ষ্যাপা ,
রোজ তার কবিতা লেখা চাই।
ইস্কুলে পাঠশালে অঙ্কের খাতা খুলে লেখে,
আর ভাবে অবাক হয়ে তাকিয়েই থাকে।
ঘরের বাহিরে মেঝেতে দেওয়ালে
আঁকে ব্যাঁকে কিলবিল চকপেন্সিলে
কবিতায় ভরে দেয় ঘরের ওঠন।
খেলা ধুলা করে না মারপিট জানে না
ছন্দের নেশাতে কবিতার ভাষাতে
মাতিয়ে রাখে জগত ভুবন।।