যাকে ভালোবাসা যায় তাকে ভোলা যায় না,
ভেবেছিলাম ভুলে যাব--ভোলা গেল না।
পুরনো দিনের অভ্যাস কবিতা লেখা,
নিজেকে মনের মতো গুছিয়ে রাখা।
সে সব কোথায় হারিয়ে গেছে জানি না,
কেন যে কিছুই আর ভালো লাগে না।
আমার ভালো লাগার একটা সময় ছিল,
তখন সব কিছুতেই যেন আনন্দ ছিল।
আজ সেই দিনগুলো কে স্বপ্নে খুঁজি,
পাবো না তেমনি থাকার মজা রোজই।
যে যায় সে আর ফিরে আসে না জানি,
তবু তাই নিয়ে জমে আফশোশ, গ্লানি।
দিন আসে দিন যায় জীবন বদলের পালা,
আজকে যেমন-তেমন বিনে সুতোর মালা।
একসাথে সব পাল্টায় একটু একটু করে,
যারা নিজেকে পাল্টায় না তারাই মরে।