বন্ধু তোমার ভালোবাসা আমার মনের মাঝখানে ,
বন্ধু তুমি রাগ করলে ভালো লাগেনা জেনে ।
বন্ধু তুমি হাস শুধু ভালোবাসো মান করোনা ,
বন্ধু তোমার বন্ধু আমি আমাকে ভুলবুঝ না ।
বন্ধু তুমি কত ভালো জানে আমার মন জানে ,
বন্ধু তুমি থাকলে পাশে জীবনে খুশীর শ্রাবণ আনে ।
বন্ধু তোমার কত আপন জানবে তখন পাশে থাকলে ,
বন্ধু তুমি চাঁদের মত রাতের আকাশে চাঁদ ওঠলে ।
বন্ধু তুমি ভালোবাসো ঐ আকাশের চাঁদতো জানে ,
বন্ধু তোমার অনুরাগ ধরাপড়েছে আমার দুই নয়নে ।
বন্ধু তুমি চাঁদ হয়ে জেগে থাক শোয়ার ঘরে জানালার পাশে ,
বন্ধু তুমি ঘুম-ঘুম চোখে স্বপ্ন আমার তাই সুখের স্বপ্ন ভাসে ।
বন্ধু তোমার ভালোবাসা আমার দর্পন যাতে নিজেকে দেখতে পাই ,
বন্ধু তুমি আমার সবচে প্রিয়জন তোমার আশায় দিন কাটাই ।


             %%%%%%%%%%%%
                              
                 নীচের লেখাটি আমার বোনের জন্য !
              
ঘর থেকে আমি অনেক দূরে ,
ঘরের কথা আমার খুব মনে পড়ে ।
আজ রাখী পূর্ণিমা চাঁদটিও যে গোল ,
মা আমার ঘরে শূর্ণ্য তার একটি কোল ।
বোনটি আছে স্কুল ছেড়ে কলেজ করছে এখন ,
আজকের দিনে ভাইকে রাখী বন্ধনে বাঁধছে কেমন !
বোনের আমার পড়ছে মনে আমি যদি ঘরে হতাম ,
''সবার মতোই আজকের দিনে হাতটি নিয়ে পরিয়ে দিতাম'' ।
বোনের যে আজকের দিনে একটি সাধ সবার সেরা ,
দূরের তোরে তাও আমার হলোনা রাখতে পারা ।
ঘরকে যাবো আর বাকী একটি মাস ক'দিন ,
আসবে পূজো দূর্গা মায়ের থাকব তো ঘরে সে দিন ।
একটি মাসের ছুটি পাব তার মাঝে আছে কালী পূজো ,
এই অসুবিধা দূরে থাকলে কেমন অসুবিধা বোঝ !


                     *******