কী যে লাভের লোভ সুচতুর আসমান মনে,
ঝুলে থাকে ঝলসানোর সূর্য গোপনে গোপনে!
কেমনে চেনা যাবে কেনা যায় যা যেখানে সেখানে!
তা নিয়ে একদিন একটা গল্প লিখবো,
সময়ের স্রোত হতে যেদিন বেগ ছিনিয়ে নেবো!
সেদিন সবুজ প্রশস্ত প্রান্তরে গলা ছেড়ে বলবো,
এমন করে এমন না করলে এমন হতো না!
রুটিশূন্য দিবস একই রুটিন আজীবন অনুসরণ করে না
দিবসের দেওয়াল কখনো না কখনো খসে পড়ে তা নয় অজানা!
সবুজ ঘাস বিছানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা শপথ নিয়েছিলেম!
নিচতার শেষ সীমা দেখে নিলাম!
সাক্ষী হলাম এই মহাকালের,
পিপাষা কাতর একটা বিকালের!
সাক্ষী হলাম শূন্যতার
যার প্রয়োজন নেই দ্বার দুয়ার!
কলিজা বলে কেঁদনা!
খুশির দিন আসবেই
আবার চলে যাবেই!