ময়ুর পুচ্ছে সাজে কাক
কোকিল কণ্ঠে তালা
বেসুরে ডাকে গাধার দল
উৎপাতে বাড়ে জ্বালা ।
চৈত্রে চলে শীতের দাপট
পৌষে ওঠে ঝড়
পশুতে গড়ে অট্টালিকা
মানুষে পায় না ঘর  ।
নদীর জলে মৃত্যু চলে
মাদকে মেলে সুখ
স্বপ্ন ভাসে চোখের জলে
কষ্টে ভরে বুক  ।
দিনের বেলায় চাঁদকে খুঁজি
সূর্য কিরণ রাতে
মানুষ হয়ে মানুষ মারি
দুঃখ নেই  তাতে  ।
ঘুষ খাই সুখ মনে
ফোকলা দাঁতে হাসি
রক্ষক হয়ে ভক্ষণ করি
অন্যায় কেমনে নাশি !