রূপালি আলোর কোন এক রাতে
ঝিঁ ঝিঁ পোকাদের সাথে মিলেমিশে
আমি প্রার্থনায় রত প্রভু ভক্তদের মতো ।
আমার প্রার্থনার এপিঠ ওপিঠ
সবটুকু জুড়ে একই ধ্বনির কোলাহল
তোমার জন্য কামনা ' এক পৃথিবী সুখ ' ।


রাতের সমস্ত প্রহর জুড়ে
নামে বেনামে শত শত সৃষ্টিকুল
একাত্মতায় জেগে থাকে প্রার্থনায় ।
তুমি জানলে না, সে রাত আর রাতের সঙ্গীরা
একান্তে তোমার মঙ্গল কামনায়
সেজদারত প্রভুর দরবারে  ।


ভাগ্যবতী তুমি,
তোমার মতো ভাগ্য ক' জনার হয়  !


তোমার বিষাক্ত ছোবলে যে হৃদয়
জ্বলে- পুড়ে ছারখার-
সে হৃদয় জীবনের প্রতিটি ক্ষণ্
উৎসর্গ করেছে তোমার কল্যাণ কামনায়  ।


এবার তুমি বলো,
সত্যি করে আলেয়ারা কতটুকু সুখী হয়  !