অক্টোপাসের বেরিবাঁধে যতই আটকে যাক
কল্যাণ-শুভ, উঠবে জেগে একদিন
দ্বিধা-ভয় পিছনে ফেলে আলোকিত ভুবনের স্বপ্ন
বৃথা যায় না কখনো সত্য আশা  ।
বেওয়ারিশ কীট-পতঙ্গে যতই খেলুক
মরণ নেশায় যতই মাতুক লীলা নৃত্যে
কাম-ক্রোধ-হিংসার হয় না জয়
বিজয় নিশান উড়বে ধরায় সত্যের  ।
ন্যায় বিচার গুমরে মরে দেয়াল মাঝে
মানুষের অবয়বে পশুর ছদ্মবেশ
ধিকধিক চারিদিকে বেহুশ মাতাল
একবার সূর্যের আলোয় চোখ মেলে দ্যাখো  ।