সন্ধ্যে বেলায় যখন সূর্য আয়ূ শেষে
ঘুমাতে যায় রাতের আঁধারের সাথে মিশে
পাখিদের নীড়ে ফেরার তাগিদে পাখনাগুলো
নিমিষেই গতি দেয় বাড়িয়ে যাবে পথের শেষ....


আমার হৃদপিণ্ডের  ভিতরে হঠাৎ শব্দ ওঠে
শব্দ নাকি চিৎকার; নাকি কিছু হারাবার হাহাকার
হিসেব মেলাতে বসে হাতরাই কত কিছু  নীরবে
যোগফল শূন্য দেখে আৎকে উঠি মুহূর্তে.......


সন্ধ্যে বেলায় সূর্যের সাথে কত কিছু মিশে যায়
হারিয়ে ফেলি দিনের যত উজ্জ্বল রক্তিম আভা
স্মৃতির ডায়রির প্রতিটি পাতা উল্টায়ে চলি
রাতে জোনাকির আলোয় কি যেন খুঁজি নিরবধি.....


একটুও  গন্ধ নেই চেনা প্রসাধনির চারপাশে
ছোঁয়া নেই, প্রেম নেই,  নেই কোন অভিমান
শুধু অন্ধকার রাত আর শূন্য ঘর বিছানা...
আকাশের তারাগুলো মুখ লুকিয়ে হাসে  ।