কখনও  কখনও মনের কোণে হাজার
কষ্ট নিয়েও হাসতে হয়;  চোখের কোণে
জমে থাকা জল আড়ালেই মুছতে হয় ।
কখনও  কখনও দুঃখের সাগরে ভাসতে ভাসতেই
সুখের অভিনয় করতে হয়;  ভাল না বাসলেও
ভালবাসি-ভালবাসি বলতে হয়  ।
কখনও  কখনও ভালবেসেও দূরে দূরে থাকতে হয়
মনের অব্যক্ত কথাগুলো মনের ভিতরই
সযতনে লুকিয়ে রাখতে হয়  ।
কখনও কখনও সত্যকেই মিথ্যে বলতে হয়
মিথ্যের মাঝেই জীবন পার করতে হয়
শত আশার মাঝেও বারবার নিরাশ হতে হয়  ।
কখনও  কখনও নিজেকেই ভুলে থাকতে হয়
স্বপ্ন-সাধ জলাঞ্জলি দিয়ে দুঃস্বপ্নে ভাসতে হয়
সুন্দর এ পৃথিবী ছেড়ে অকালেই ঝরে পড়তে হয়  ।