ঘন কুয়াশায় ঢেকে গেছে
পৃথিবীর চারিদিক,
এ প্রান্ত হতে শেষ প্রান্তে
মাটি হতে আকাশের শূন্যতায়  ।
একেবারে কাছ থেকে দেখা
চেনা চেনা সব কিছু
আজ হারিয়ে গেছে
ঢেকে গেছে  কুয়াশার চাদরে  ।
শীতের আবেশে কাঁপে থরথর
শরীরের প্রতিটি অঙ্গ,
ছুঁয়ে যায় হাড়ের প্রতিটি জোড়ায়
শীতের চির চেনা কম্পন  ।
অনাবৃত শরীরে কতজন পথ চলে
আমি নিজেকে আবৃত করি কাশ্মিরী চাদরে  ।
আমার হৃদয়ের নগ্ন মগ্নতায়
স্পর্শ করে না তার অনাবৃত কষ্টগুলো
ধেয়ে আসে আমার পানে,
আমি আপাদমস্তক ঢেকে ফেলি
না দেখার ছল করে চাদরে  ।
নিবিড় ঘন কুয়াশার সাথে
ঢেকে যায় আমার হৃদয় আকাশ  ।