মনের খেয়ালি ডানায় ভর করে
উড়ে চলি হেঁয়ালি প্রান্তরে
যেখানে মানুষ মানুষকে করে পরিহাস
আঘাত করে ভালবাসা আর বিশ্বাসে  ।
প্রকৃত মানুষ হতে পারিনি বলে
নিরন্তর মানুষ খুঁজি;  আশা বাঁধি বুকে
সান্নিধ্যে মানুষ হবো বলে-
নিরাশ হই ক্যালেন্ডারের প্রতিটা দিনে  ।
কোথায় গেলে মানুষ পাবো
এমন আশায় আমার কবিতা বিজ্ঞাপনে
বিজ্ঞপ্তি প্রচার করি প্রতিনিয়ত
একজন প্রকৃত মানুষের সন্ধানে  ।
চারিপাশে হিংসা-দ্বেষ, লোভ-লালসা
ছল-চাতুরী, স্বার্থের হীন খেলা
শাখা-প্রশাখা ছড়িয়ে গ্রাস করে সব
একজন সত্যিকারের মানুষের অভাবে  ।
তবুও সব কিছু পেছনে ফেলে
নিরাশার নিস্তব্ধ অন্ধকার ভেঙ্গে
এখনো আশার প্রদীপ জেলে
মানুষ খুঁজি, মানুষ হবো বলে  ।