ঘুম পাড়ানি গানে যদি নাই বা ধরে ঘুম
চাঁদনী রাতের কোন তারায় নাই বা দেয় চুম
এসো তুমি এই আঙিনায় আমার ভাঙা  নীড়ে
ভালবাসার বসতভিটায় সুখ-স্বপ্নের ভিড়ে...


স্বপ্ন যদি দেখো তুমি এই জীবনকে ঘিরে
কিসের জীবন করছো পার কোন সে নদী তীরে
এই জীবনে এসো ফিরে লাগবে সুখের ধুম
চাঁদ-তারারা খুশি মনে দেবে তোমায় চুম...


কোথায় গেলে কোন সুদূরে কিসের প্রয়োজনে
আমায় ছেড়ে কাটাও সময় বলো কার সনে
কিসের অভাব ছিল বলো ছিল কিসের দুখ
তোমায় ছাড়া মন গহীনে কাঁদে আমার সুখ...


হাজার জনের পাশে থাকি তবু খালি বুক
চারিদিকে কথার ঝুরি আমি থাকি মূক
তুমি আমার ছিলে প্রিয়ে বলছে জনে জনে
রইলে না আজ পাশে তুমি আমার বিদায় ক্ষণে  ।