তোমাকে না পেলে এই রুক্ষ বাতাসে
ফলতো না ফসল; উর্বর হতো না জমিন
বইতো না ফল্গুধারা; হতো না জোয়ার-ভাটা
কলকলে ছুটতো না নদী ঐ সমুদ্রমুখী ।


তোমাকে না পেলে গাইতো না পাখি
তৃষিত হৃদয়ের কিছুতেই মিটতো না তৃষা
ভুলভালে ভরতো পৃথিবী; আঁধারে ঢেকে যেত
পূর্ণিমা রাত ;  বিপথে হারিয়ে যেত দূর পথিক  ।


তোমাকে না পেলে এই বসন্ত হতো না বসন্ত
ময়ূর মেলতো না পেখম; বলাকার উড়তো না সারি
এই ধরা কেমন হতো জানতো না কেউ
সময়ের চাকাও ঘুরতো না সমুখপানে ।


তোমাকে না পেলে ভরতো না সবুজে মাঠ
উদিত হতো না ঐ ভোরের আলো
কলমও কইতো না ক্থা কবিতা-গানে
আমিও হতাম না আজকের আমি  ।