তোমাদের নিয়ন বাতির শহরে
আমি এক বেমানান আজব প্রাণী
যার কাছে সুখ-দুঃখ, হাসি-কান্না
সবই যেন একই মনে হয়  ।
আমার কোন দুঃখবোধ নেই
বালাই নেই কোন স্বপ্ন বিলাসিতার
বুকের মাঝে লুকানো হাহাকার
করি না প্রকাশ কারো দরবারে  ।
চাওয়ার ফিরিস্তি নিতান্তই অল্প
প্রকৃতির দেওয়া অফুরন্ত হাওয়ায়
নিঃশ্বাস নেই, সূর্যের রোদ্দুরে দৃষ্টি মেলে
দেখে যাই পৃথিবী নামক রঙ্গমঞ্চের ছলাকলা ।
আমাকে বেমানান ভেবে আঁধারে ঠেলে
তোমরা আলোর রাজ্যে বসত গড়ো
স্বপ্ন পূরণে মনের কল্পনায় এঁকে যাও
স্বর্গ সুখের রঙিন আল্পনা ।
আমার ঘরে মিটিমিটি জ্বলে মাটির প্রদীপ
একান্তই স্বচ্ছ- নির্মল প্রকৃতির
যেখানে অকৃত্রিম ভালবাসার ছড়াছড়ি
আর কৃত্রিমতায় ভরা তোমাদের আঙিনা  ।