তোমার বিদায়ে
আমার হৃদয় উঠোন আজ
মৃত স্বপ্নদের দখলে ।
স্বপ্নের মূর্তিগুলো প্রতিটি মুহূর্ত
নানা শ্লোগানে মুখরিত করছে চারিদিক
অনুভূতির দুয়ারগুলো বন্ধ  ।
কফিনে মোড়ানো আশাগুলো
কল্পনার রাজ্যে করছে পায়চারি  
সব মিলে আমি বে....শ  আছি  
বে....শ ভালো আছি  ।
তবে তুমি  ?


আমার এ ভালো থাকার
সবটুকু অবদানই তোমার  ।
আমাকে এমন ভালো রাখতে
তোমার প্রাণপণ চেষ্টায়
তোমার প্রতি আমি কৃতার্থ  ।
তবে এমন ভালো না রাখলেও পারতে ।
আমিও তো এমন ভালো থাকতে চাইনি
শুধু চেয়েছিলাম একমুঠো সুখ  ।
যে সুখ আমি অট্টালিকা
কিংবা প্রতিপত্তিতে খুঁজিনি  ।
খুঁজে নিতে চেয়েছিলাম তোমার হাসিতে;
তোমার নূপুর পায়ে পথ চলার ছন্দে  ।
তবে কেন এমন হলো,
এমন করলে তুমি !
আমি নষ্ট মানুষ বলে  ?
বিশ্বাস করো,  আমি মন্দ হতে পারি
তাই বলে নষ্ট নই  ।


আমি যদি নষ্ট হই
তবে নষ্ট তোমার হাসি;
তোমার নূপুরের ছন্দ
নষ্ট পৃথিবীর সব  ।
নষ্ট আলো-বাতাস
নষ্ট পৃথিবীর ক্ষণ্  ।
আমি কষ্টে আছি বলে
আমাকে নষ্ট ভাবছো  ?
বিশ্বাস করো, আমি কষ্টে আছি
তাই বলে আমি নষ্ট নই  
আমাকে নষ্ট ভেবো না
প্লিজ, আমাকে নষ্ট ভেবো না ।
তোমাকে ভালবাসি বলে যদি
আমাকে নষ্ট ভাবো,
তবে আমার কোন কষ্ট নেই ।
বরং আমি আরো নষ্ট হতে চাই
যতটুকু নষ্ট হতে পারা যায়
ঠিক ততটুকু  ।