আমার কবিতা-কবিতাবলি
তোমাকে কখনো শিহরিত করবে না  ।
আমার কবিতা-কবিতাবলি
বৈশাখি ঝড়ো হাওয়া নয়
নয়কো তা শ্রাবণ মেঘের দিন  ।
চৈত্রের খরতাপ নয়;
নয়কো তা ভাদ্রের কাঁঠাল পাকা রোদ  ।
অত্যন্ত সাদামাঠা আমার কবিতা-কবিতাবলি ।
নেই কো তাতে কোন উচ্চাভিলাষী
কল্পনা বা স্বপ্নের হাতছানি  ।
তোমার আমার মধুপূর্ণিমা যাপনের
সেই ভয়ংকর; দুঃসাহসিক; রোমাঞ্চকর
কল্প-কাহিনীও আমার কবিতা-কবিতাবলির
আলোচ্য বিষয় নয়  ।
অত্যন্ত সাদামাঠা আমার কবিতা-কবিতাবলি  ।
তাতে নেই কোন মুক্ত বিহঙ্গে ডানা মেলে
উড়ে যাওয়া শুভ্র বলাকার সেই
স্বাধীন উড্ডয়নের ভালো লাগা  ।
অথবা মাছরাঙার সেই মাছ নিয়ে
খেলা করার অপূর্ব দৃশ্যাবলি ।
তাতে আকাশ ছিদ্র করা অট্টালিকা
টুইন টাওয়ারের সামান্যতম
গর্বটুকুও নেই  ।
আমার সেই কবিতা-কবিতাবলি
যার বুকের ভিতর গাঁথা শুধু
তোমার আমার শতবর্ষের
বিবর্ণ ভালবাসা  ।
যা একদিন ছিল রক্তিম বর্ণের ।
যার সমাধি ঘটেছে তোমার বিশ্বাসঘাতকতায়  ।


রচনাকাল- ০২/০৬/২০০৫ ইং