মানুষ মোরা বটে
মনুষ্যত্ব আজ পরবাসী  ।
তিলকে তাল করে
কখনো বা তালকে তিল করে
নিজের গতিপথকে দেই সর্বাগ্রে স্থান  ।
সীমাহীন যন্ত্রণা; দূর্ভোগের
চূড়ায় করে বাস,
কি করে গড়বো মোরা
স্বপ্নের জালে বুনা সোনালি আবাস !
মানুষ মোরা বটে  !
হাত-পা, চোখ- কান সবই আছে
বিবেক-বুদ্ধিতে পেয়েছে শুধু লোপ  ।
সত্যকে মিথ্যে করে
কখনো বা মিথ্যেকে সত্য করে
নিজের স্বার্থে করি রাতকে দিন,
দিনকে রাত করে
পাপের রাজ্য গড়ি
অন্যায়-অপরাধ করি সীমাহীন  ।
ক্ষণিকের তরেও আমি ভাবি না কিছু
একদিন বিলীন হবে সবকিছু  ।