প্রত্যহ প্রাতে রাতের নির্জনতা ভাঙ্গতে
যখন গেয়ে ওঠে ভোরের পাখি
তখন ব্যস্ততার বসন প'রে মানুষগুলোও
হয়ে ওঠে প্রাণচঞ্চল
নিজ কর্মের প্রসারতায় কত কিছু করে যায়
করতে করতে ছুটে চলে
বিরামহীন আন্তঃনগর এক্সপ্রেস তালে ।


কিচ্ছু যেন বাদ না যায় এমন ভঙ্গিমায়
ছুটতে থাকে ছুটতে থাকে.....
তাল-লয় হীন ছুটে চলতে চলতে
এক সময় রোবট হয়ে ওঠে মানুষগুলো ।


অবশেষে কোন একদিন নিজেই কষতে পারে
নতুন নিয়মে এক কঠিন রাশির যোগফল  ।


এ ঐন্দ্রজালিক পৃথিবীতে ঘুরতে ঘুরতে
কখন যে অমানুষের মিছিলে যোগ হয়
একটি নতুন পালক  !
এভাবে একদিন-দুইদিন-প্রতিদিন বেড়ে চলে......