একুশ শতকের এই প্রথম প্রহরে 
চিটচিটে ঘামে ফুটন্ত স্বপ্নগুলোর শরীর ভিজে 
জেগে ওঠে দুঃস্বপ্নের প্রেতাত্মা 
চোখের জলে রচিত হয় অথৈ নীলনদ  । 
অবারিত সুখের রাজ্যে হানা দেয় 
পাষণ্ড দৈত্য-দানবের বিষাক্ত ফসিল 
কালের তরে দুঃখের সাগরে ভাসে 
স্বপ্নময় আলোকিত রঙিন ভুবন  । 
এ কেমন ঝড়; কেমন অবিচার 
ধ্বংসলীলায় মাতে নিষ্ঠুর সময় 
কেতন উড়ায়ে চলে মিথ্যার বংশধর 
শির তুলে হুঙ্কার ছাড়ে মানুষের জমিনে  । 
অন্ধকার ভেদ করে সূর্যের আলো আশায় 
পথ চেয়ে অপেক্ষায় থাকি এ ক্ষণে 
একান্ত মনে ধ্বনি তুলি বাড়ায়ে দু'হাত প্রার্থনায় 
স্বর্গ সুষমায় ভরে উঠুক অসময়ে এ আলয়  ।