একাকি এই নির্জন বাড়ির নিরিবিলি ঘর কোণে
এই নীরব নিস্তব্ধ রজনীর সাথে মিতালি গড়ে
একটু সুখের আশায় লোকালয়ের কোলাহল ছেড়ে
অতীতের হাত ধরে চলছি আমি সমুখ পানে......


নিস্তব্ধতার নৈশব্দে ধ্যান মগ্ন এ স্নিগ্ধ প্রহরে
আমি তোমাকে দেখতে পাই ইন্দ্রজালের আরশিতে
তুমি সুরভিত সুবাসের মতো সুবাস ছড়াও চারপাশে
আমি তুমি হীনা শূন্য পড়ে রই আঁধারে মিশে.......


তোমার চোখ ঝলসানো আলোকিত রঙিন ভুবনে
কতজনের আনাগোনা চোখে পড়ে প্রায়শই
উচ্ছল হাসিতে মাতিয়ে রাখো শতজনে
আর সুনামির ঢেউ ওঠে আমার পোড়া মনে ।