বিদগ্ধ প্রাণ অশ্রুবানে আঁখি টলমল
মনের প্রশান্তি ওড়ে খৈ-এর তালে
কষ্ট ভূধর জেকে বসে বুকে  ।
পরিতাপহীন প্রাণের কাছে কি চাওয়া থাকে
কতটুকুই বা পাওয়া যায়
চারিদিকে যেখানে স্বার্থপরের মেলা  ।
আকাশ, দেবে আমায় তোমার বিশালতা
সমুদ্র, দেবে তুমি তোমার গভীরতা
প্রকৃতি, দেবে আমায় একটু সজীবতা !
আমি আমার আমিত্বকে  দূরে ঠেলে
হতে চাই মানুষের
ক্ষত প্রাণে কোমল পরশ দেব বলে  ।