তুমি যখন ক্ষতের মলম হয়ে
প্রলেপ দাও অন্য কোথাও
আমি তখন ক্ষতের যন্ত্রণায়
শোকের মাতম তুলি ভিন্ন ভাবে  ।
নিষ্ঠুর বাস্তবতার পদাঘাতে
এ মন এ জীবন এ ভুবন
সবকিছু হাহাকারে ধ্বনি তোলে
আমি আর পারছিনে  !
এই সত্ত্বার অন্তরাত্মা তুমি
বে-মালুম ভুলে গিয়ে
স্বপ্ন রথে উড়াল দাও
ভূ-স্বর্গের সাজঘরে  ।
আমি নিষুপ্ত রাতের সঙ্গী হয়ে
দূরাকাশের তারা গুণি
অপেক্ষায় থাকি প্রতিদিন
আমিও আকাশের তারা হবো  ।