ঘূণে ধরা বিবেকের বুকে খেলে যায়
যত সব হিংস্র খেলুরের দল  
মানুষ পায় না মানুষের ভালবাসা  ।
হিংসা-দ্বেষ, ঘৃণা-পরিহাসে স্বপ্ন ভাঙ্গে
দুঃস্বপ্নের আস্তাবলে বেড়ে ওঠে চাওয়াগুলো  ।
চাওয়াগুলো চাওয়াই থেকে যায়
নিজের অজান্তে মনপ্রান্তে
না পাওয়ার কষ্টগুলো বটবৃক্ষসম শির তোলে  ।
তবু মিথ্যে করে তৃপ্তির ঢেকুর তুলে
সান্ত্বনা খোঁজে মানুষ;
একটু মিথ্যে সান্ত্বনা ভালো থাকার  ।
পৃথিবীর বুকে বড় অসময় এখন  !
কেউ নয়; কেউ কারো নয়
শুধুই চলে স্বার্থ-স্বার্থের খেলা  ।