কল্পনা বিলাসি মন বলেই
সুখের অস্তিত্ব খুঁজে পাই
নইলে নরকের উত্তাপে বাস করে
কি করে সন্ধান পাই তার ।
বেহায়া বাতাসে লাজুক দোপাট্টা
উড়ে গেছে সেই কবে
তবু কল্পনায় আঁকড়ে ধরি
হিজাবের কোমল আলিঙ্গন  ।
'জয় হোক মনুষ্যত্বের'
মিথ্যে জিকির তুলে লাভ কি !
চোখের কার্নিশে পড়েছে পর্দা
আমি তো আমাতেই ব্যস্ত সারাক্ষণ ।