তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো
প্রশ্ন করো বোধের কাছে,
তুমি তোমার নীতির কাছে প্রশ্ন করো
প্রশ্ন করো ধর্মের কাছে,
তুমি তোমার জাতের কাছে প্রশ্ন করো
প্রশ্ন করো নিজের কাছেই  ।
তুমি যা করেছো বা করছো
তা কি কোন মানুষ পারে করতে  ?
অথচ, তুমি তা করেছো; করছো
আবার নিজেকে মানুষ বলেও ভাবছো  ।
তুমি কি জানো, মানুষ কে বা কী  ?
স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ
যার থাকে হুঁশ, নয় সে বেহুঁশ  ।
একটা ক্ষুধার্ত মাংসাশী হিংস্র প্রাণী
করে না যা নিজ কুলের প্রতি
তুমি মানুষ হয়ে করেছো তাই; করছো তাই
খাচ্ছো রক্ত-মাংস
অন্য কোন মানুষের অন্য কোন ভাবে
অথচ, নিজেকে মানুষ বলে ভাবো  ।
এবার তুমিই বলো,
সত্যিই তুমি মানুষ কি না  ?