স্বৈরাচারী হাওয়ায় ক্ষুণ্ন মানবতা
বিবেক কলুষিত পাপের ছোঁয়ায়
মানবতাবোধ আড়ালে পড়ে থাকে
স্বার্থপরতার জৌলুস ফুটে ওঠে রোজ.....


নিজেকে মানুষ ভাবতে গেলেই
কেন যেন লজ্জা পাই মনে
রাস্তার কুকুরগুলোই বেশ ভালো
প্রভু ভক্তিতে শ্রেষ্ঠ এখনো এ সময়ে....


প্রাণী আর শ্রেষ্ঠ প্রাণীতে যদি
কোন না থাকে তফাৎ
তবে নিজেকে পশু বলে
পরিচয় দিতে দোষ কোথায়  !


বায়ান্ন-উনসত্তর-একাত্তর
কি ছিল প্রয়োজন প্রশ্ন আসে মনে
পশুর মতো স্বভাব নিয়ে
কি করে মানব জনমে ধন্য হই ?