আর কত পথ চলা অমানিশার অন্ধকারে  
নিয়তির দোহাই আর কত  !
স্বপ্নপোড়ার গন্ধে আর কতদিন গুমড়ে মরা ।
কোনদিন কি জাগবে  না,
জেগে উঠবে না মজলুমের মৃত প্রায় প্রাণ  !
চোখে জল আর কতদিন,
আর কতদিন মিথ্যা আশ্বাসের বুলি  ।
সময় ডাকে আজ
জেগে ওঠো আত্ম প্রত্যয়ে
চোখ মেলে দেখো চারিদিক  ।
তোমার প্রত্যাশায় মশাল জ্বেলে
বসে আছে সত্য স্বপ্ন; অপেক্ষায় গুনছে প্রহর
রোদেলা সুন্দর সকাল  ।


তুমি জেগে ওঠো মজলুম প্রাণ  ।
আর কত ছেলে খেলা তোমাকে নিয়ে
কত সইবে আর লাঞ্চনা-অপমান
তোমাকে নিয়ে কত করবে আর
প্রবঞ্চনা, অবহেলা, পরিহাস  !
তুমি জেগে ওঠো  ।
তোমার চোখের জলে কাঁদে প্রকৃতি
তোমার ঘামের নোনাজলে
ভেজে আকাশের বুক,
তোমার রক্তে সিক্ত হয় এ পৃথিবী  ।
তবু তাতে অনুতপ্ত নয়
নিষ্ঠুর জালিমের বিবেক  ।


মজলুম, তোমাকেই জাগতে হবে
তোমাকেই রুখতে হবে
তোমাকেই দিতে হবে সকল জবাব  ।
তোমার তরে যত লাঞ্চনা-অপমান
তোমার তরে যত প্রবঞ্চনা, অবহেলা, পরিহাস !
তুমি রুখে দাও; রুখে দাঁড়াও
নিয়ে বুকে যত বিশ্বাস   ।