ভাবনার অন্তরালে বিরহী প্রহর কাটে
খুঁজে যাই মনে মনে হারানো অতীত
নববধু লজ্জায় ঘোমটায় মুখ ঢাকে সুখস্মৃতি
বেসুরো সুর তোলে জীবনের বসন্তকাল.........


এক-দুই-তিন করে গুণি ক্যালেন্ডার পাতা
লাল দাগে ক্রস আঁকি যত ছিল ভুল
সাদা পায়রার পালকে খুঁজি প্রশান্তি ঢেউ
আমি এক ডানা ভাঙ্গা মানব হৃদয়...........


যুগল বাঁধন ছন্নছাড়া ভুলে ভুলে
অন্ধকার জমাট বাঁধে মনের গহীনে
পথহারা পথের খোঁজে চলি আনমনে
বিরহী প্রহর সঙ্গী হয়ে রয় প্রতিক্ষণে   ।