আমার চেতনায়, আমার অনুভূতিতে
আমার কল্পনার পৃথিবী জুড়ে
তুমি ছিলে আকাশের শুকতারা হয়ে  ।
তোমাকেই ঘিরে ছিল আমার স্বপ্নের পৃথিবী  ।
আকাশের বিশালতা আর সমুদ্রের গভীরতা
আমাকে কখনো ভাবিয়ে তোলেনি,
আমি নিমগ্ন ছিলাম
তোমার হৃদয় আকাশ পানে ,
আর সমুদ্রের গভীরতা খুঁজে পেয়েছিলাম
তোমার নিঃস্বার্থ ভালবাসায়  ।
কখনো বিমুগ্ধ হইনি লতা-মিতালি
অথবা রুনা-সাবিনার কণ্ঠে,
দিন-রজনী বিমুগ্ধ থেকেছি
তোমার মুখের মিষ্টি কথায়  ।
সাঁঝের বেলা শুভ্র বলাকাদের  নীড়ে ফেরা
আমাকে বিমোহিত করেনি,
আমি নিবিড় দৃষ্টিতে তাকিয়ে থেকেছি
তোমার নূপুর পায়ে পথ চলায়  ।
ফুলের স্নিগ্ধ সুবাস আমাকে
সুবাসিত করেছে ঠিক,
কিন্তু তোমার এলোকেশের সুবাস আমাকে
বেঁধে রেখেছিল তোমার ভালবাসার বন্ধনে  ।
তবে আজ আমার সব কিছুই
ফিকে মনে হয়  ।
তোমার চতুরতা; নিখুঁত অভিনয়
আর মেকী ভালবাসা,
আমাকে বুঝতে দেয়নি কিছুই  ।
আজ তোমার শূন্যতায়
আবার নতুন করে ভাবতে হচ্ছে তোমাকে  ।
জীবনের অন্তিম ক্ষণে এসে
বুঝতে পেরেছি সব,
তোমার এতোদিনের ভালবাসা
সব ছিল ভুল; ছিল মিছে ছলনা  ।


রচনাকাল- ২৫/০৫/২০০৬