শীতার্ত দিনে দ্বি-প্রহরের সময় যখন
সূর্যের দেখা মেলা হয় ভার
তখন এই ছোট্ট গলির ভিতর
চায়ের দোকান যেন বেশ লাগে  !
নিতান্তই কোন কাজ না থাকলে
এই গলি আমার একেবারেই অপ্রয়োজনীয়  ।


হায়রে সূর্য, যখন তুমি প্রখর হও
তোমাকে কত কিছুই না বলি,
আবার যখন তোমার দেখা মেলে না
অপ্রয়োজনীয় গলিই হয় প্রয়োজনীয়  ।


পৃথিবীর সবকিছুই যেন এমন   ।
বাবা আজ বৃদ্ধ হয়েছেন বলে
অকেজো ভেবে ঠেলি তারে দূরে
অথচ,  বাবাই এতোদিন .............


কোন একদিন আমিও বাবার মতো হবো
এমন ভাবনা আমাকে কখনো
কেন যে শেখায় না বাস্তবতা   !
কাকে প্রশ্ন করি এই সহজ উত্তরের  ?