ব্যস্ততা আর বাস্তবতার দোহাই দিয়ে
বিকল করেছি মনটারে
বিবেক আর মনুষ্যত্বকে বিকিয়ে
অবহেলে এড়িয়ে যাই কর্তব্য  ।
একবারও ভাবনায় আসে না
এ পৃথিবীর আলো-বাতাস আর সৌন্দর্য
কিভাবে পেয়েছি আমি ।
কে আনলো আমাকে দেখাতে এ সব
কীভাবে হলো আগমন  এ ধরার বুকে  ।
মুহূর্তেই আকাশ থেকে পড়েছি
নাকি, মৃত্তিকা ভেদ করে
মাথা তুলে দাঁড়িয়েছি তৃণলতার মতো  ?
সমুদ্র জলে ভেসে এসেছি
নাকি, উড়ে এসেছি কোন ঝড়ো বাতাসে  ?
আমি তো বেড়ে উঠেছি মায়ের জঠরে
মমতাময়ী বলে জন্মও দিয়েছেন তিনি  ।
তিনিই তো পরম মমতা আর ভালবাসায়
করেছেন এতো বড়
নীরবে সয়ে গেছেন শত-সহস্র যন্ত্রণা  ।
আমি বেঈমান বলে ভুলে গেছি সব  ।
তাই তো আজও নানা যন্ত্রণায়
মমতাময়ী ভাসে নয়ন জলে
তবু দেয় না কোন অভিশাপ এ অমানুষেরে  ।
তিনি যে মমতাময়ী;  তিনি যে জন্মদাত্রী মা  ।