তুমি আসবে বলে
এই বৃষ্টিহীন মরুময় জীবন প্রান্তরে
সবুজ হাওয়ায় পাখা নাড়ে খুশির ছায়া
অজানা ভালো লাগায় নেচে ওঠে ব্যাকুল মন
অপ্রত্যাশিত সুখে গেয়ে ওঠে চারপাশ....
তুমি আসবে বলে
নিত্য জলঝরা চোখে আনন্দ ঝরে পড়ে
শুষ্ক ঠোঁটে ফোয়ারা ছোটে হাসির ঝলকে
অবারিত বিশ্বাসে নিঃশ্বাসে ছুঁয়ে যায়
বসন্তের পাগল করা অফুরন্ত সুবাস.....
তুমি আসবে বলে
হিমালয়ের হীম বহে তৃষিত হৃদয়ে
শূন্য উঠোনে খেলা করে ময়ূরের ঝাঁক
মন গঙ্গায় ঢেউ ওঠে নৃত্যের তালে
প্রশান্তি বয়ে চলে আপন ধারায়......
তুমি আসবে বলে
নতুন ফুলের সমারোহে ভরে ওঠে বাগান
সুরভিত পরশে আলিঙ্গন করে নীলকমল
মলয়ের ছোঁয়ায় তৃপ্তির ঢেকুর ওঠে পঞ্জরে
সুখের স্বপ্নে বিভোর হয় প্রাণ আলয়........
তুমি আসবে বলে
প্রজাপতি খেলা করে আঙিনা জুড়ে
বৃক্ষের পাতায় পাতায় বেজে ওঠে বাঁশি সুর
পথের ধূলোরা খুশিতে লুটোপুটি খায় পদতলে
আগমনী ধ্বনি ওঠে ইথার বুকে...........
তুমি আসবে বলে
আকাশের তারারা ছুটে আসে পৃথিবীর পথে
বায়ূধারা বয়ে চলে প্রকৃতির ডাকে
জোনাকিরা আলো জ্বালে আঁধারের বুকে
আমার কলমের আঁচড়ও হয়ে ওঠে কবিতা......
তুমি আসবে বলে
এ ধরায় এতো আয়োজন
যত আয়োজন শুধু তোমাকে ঘিরে
তুমি যে আমার শুধুই আমার
আমার পোড়ামনের  একান্ত আপনজন  ।