নিখিলে আজ জানাবে বিদায়
জীবনের সাঁঝ বেলাতে
উঠেছে ঝড় ধরেছে কাঁপন
জীবন নামক ভেলাতে  ।
ভেঙ্গে যাবে হাট, বয়ে যাবে ক্ষণ
হিসাবের খাতা মেলাতে
আশার বাণী শুনাবে কে আজ
জীবনের এ অবেলাতে  ।
কত শত দেনা পড়ে আছে
অতীতের ক্ষণ পাতাতে
স্মৃতির পাতা উল্টিয়ে তারে
হবে তা আজ হাতাতে  ।
মরণের ডাকে পড়বে ছেদন
জীবনের যত আশাতে
সব ছেড়ে যেতে হবে আজ
চিরকালের সে বাসাতে  ।
কত দিন  গেছে অবহেলে আর
নিয়তির ঘোর কাটাতে
কত দিন গেছে ধরার বুকের
মিছে বন্ধন আঁটাতে  ।
আজকে সব মিছে বন্ধন
কালের তরে টুটাতে
মরণের ডাক পড়বে যেন
হবে মাটিতে লুটাতে  ।
সবকিছু ছেড়ে কালের তরে
হবে সবকিছু গোটাতে
কি পাথেয় নিয়ে গেলেম আজ
জীবনের শেষ বেলাতে  ।
হেরে গেলেম আজ মরণের কাছে
জীবনের এ বাঁকেতে
বিদায় নিয়ে যেতে হবে আজ
চির সত্য মৃত্যু রথে  ।