যখন আমি বসে যাই কোন ভাবনায়
কখনো ভাবের অভাব হয় না তায়  ।
শব্দ, সে তো আমার নিজেরই ধন  !
সে আমায় সঙ্গ দেয় সারাক্ষণ  ।
ছন্দ, সে তো আমার কণ্ঠভূষণ  !
তাকে ইচ্ছমতো সাজাতে পারি যখন তখন ।
উপমা, সে তো আমার আঙিনায়
ঘুরে ফিরে চলে সারাক্ষণ,
প্রকৃতি আমায় দেখিয়ে দেয়
হয়ে নিজেরই মতন   ।
তবুও আমি লিখছি না কোন কবিতা
লিখছি না কোন গান  ।


প্রিতম, তোমাকে যে বলেছিলাম কোন একদিন
যদি না থাকো এ জীবনে
তবে লিখবো না আর কোনদিন   ।


আমি আমার কথা রেখেছি  !