আমি আকাশের রংধনুকে কর্জ করে
পরাই আমার চোখের কোণে   ।
তবু আমার দৃষ্টি ; আমার স্বপ্নগুলো
হয়ে ওঠে না একটু রঙিন  ।
আমার দৃষ্টি আগের মতই
দৃষ্টিভ্রম হয়ে তাকায় এদিক-সেদিক পানে  ।
পৃথিবীর সমস্ত ধূলিকণা
ঝড়হীন বাতাসেই ভিড় করে
আমার ছোট্ট চোখের নীড়ে  ।
আবার আমি হারিয়ে যাই অন্ধকারে  ।
অন্ধকারের বিনা সূতোয় বাঁধা বন্ধন
আমি ছিন্ন করতে পারি না কোন ভাবে  ।
বারবার আমাকে ধূলি-মলিন পথ
টেনে নেয় অদৃশ্য টানে  ।
আমার দৃষ্টি সংকুচিত হয়ে
আমার ভিতরেই টানে তার ইতি  ।
আমার এ দৃষ্টিহীনতার জন্য
পৃথিবীর ধূলিকণারা দায়ী নয়  ।
আমার মনের সংকীর্ণতাই
চোখের দৃষ্টিকে সংকুচিত করেছে বহুগুণে  ।


রচনাকাল-২৫/১১/২০০৬
প্রকাশিত-২৯/০৬/২০০৭ ( দৈনিক ইনকিলাব )