আমি স্বপ্নালোকের দেশে হাত বাড়াই
খুঁজে ফিরি স্বপ্ন  ।
আজ স্বপ্নকেও হাতরিয়ে খুঁজতে হয়  ।
সময়ের নিদারুণ বাস্তবতায়
স্বপ্নগুলোও হারিয়ে যায়  ।
এক সময় পৃথিবীর ক্ষুধার্ত মানুষগুলো
না খেয়ে সময় করেছে পার
তবুও চোখে-মুখে স্বপ্ন করেছে বাস  ।
মেঘে ঢাকা আকাশ; পৃথিবী
আবার সূর্যালোকে আলোকিত হবে
এমন স্বপ্ন আজ কষ্ট দেয়  ।
জীবনের সবকিছু হারিয়ে
দরিদ্র-ক্লিষ্ট মানুষগুলো
যে স্বপ্নকে পুঁজি করে
আগামীর পথ চলতে বুকে বাঁধে আশা   !
আজ সময়ের কঠিনতম ক্ষণে
সেই স্বপ্নগুলোও বাস্তবতায় পিষ্ট হয়ে
রক্ত ঝরায় তাদেরই বুকে,
যাদের জীবনে বেঁচে থাকার
একমাত্র অবলম্বন ছিল স্বপ্ন   ।