বিজলি বাতিতে বসত করে
মাটির সোঁদাগন্ধ বিষ্ঠা মনে হয়
শিকর ভুলে কতক্ষণ মিথ্যে আস্ফালন
সূত্রমতে সবকিছু শিকরেই ফিরে যায়  ।
গ্রাম-গঞ্জ আর জন্মভূমি  মা
আপনের চেয়ে আপন সে তো
কেমন করে দূরে ঠেলে দেই
ক্ষণিকের চাকচিক্য মোহে  ।
যেখানেই যাই এমন মধুর পরশ
তৃপ্ত করা এমন স্নিগ্ধ বাতাস
মেলে কি কোথাও  !
অবশেষে শিকরেই নিতে হয় ঠাঁই  ।