নিত্য আমার আসা যাওয়া এ পথে  ।
বহুদিন-বহুকাল ধরে আমি
এ পথের বাঁকেই করি বাস ।
কত দেখেছি; কত দেখছি
কত যে দেখবো আমি আরও ।
স্বার্থপরতার জালে; অকৃতজ্ঞের খোলসে
নিষ্ঠুরতার বেদীতে; মায়াহীন হৃদয়ে
কতজন চলে এ পথ ধরে  ।
কখনও ভেবেছি, আমিও যাব ওদের দলে 
ভাবনাতেই হয়েছে তার শেষ ।
বিবেক দংশন করে, ফিরে পাই চেতনা  ।
ওদের দলে যাওয়া তো দূরের কথা,
ওদের দেখতেও মন চায় না  ।
তবু ওদেরই জয় জয়কার চারিদিকে ।
এখন মনের গহীনে এমন প্রশ্নই
করে শুধু আনাগোনা,
এ পথে ওদের চলা কবে হবে শেষ  ।