চারিদিকে বিবর্তনের ছোঁয়া   ।


সময়ের নিদারুণ বাস্তবতায়
বদলে যাচ্ছে পৃথিবীর চিত্র  ।


আমার কৃষ্ণচূড়ার ডালে আজ
কৃষ্ণবর্ণ ফুল
অথচ, কৃষ্ণের ডালে শোভা পেত
রক্তিম বর্ণের থোকা   ।
ঠিক এভাবেই কৃষ্ণের মত করে
পৃথিবীর প্রতিটি ভাঁজে ভাঁজে
পরিবর্তনের দোলা   ।


যেখানে বিশ্বাস ছিল পাহাড়সম
আজ সেখানে অবিশ্বাসের চাদরে
ঢেকে গেছে মানুষের মন  ।
ভালবাসার বসতভিটা আজ
প্রতারণার শিকলে বন্দী  ।


কি যে কষ্ট  !
সে কষ্টগুলো কেউ দেখে না
কাউকে দেখানোও যায় না  ।
কি করে দেখাবো সে কষ্ট  !
সে কষ্টের নেই কোন আকৃতি
তার নেই কোন রঙ
শুধুই আছে দীর্ঘশ্বাস   ।